মহুয়া/অন্তর্দ্ধান
অবয়ব
< মহুয়া
(পৃ. ১৬৪)
অন্তর্দ্ধান
তব অন্তর্দ্ধান পটে হেরি তব রূপ চিরন্তন।
অন্তরে অলক্ষ্যলােকে তােমার পরম আগমন।
লভিলাম চিরস্পর্শমণি;
তােমার শূন্যতা তুমি পরিপূর্ণ ক’রেছাে আপনি॥
জীবন আঁধার হ’লো, সেইক্ষণে পাইনু সন্ধান
সন্ধ্যার দেউল দীপ, অন্তরে রাখিয়া গেছে দান।
বিচ্ছেদেরি হােমবহ্ণি হ’তে
পূজামূর্ত্তি ধরে প্রেম, দেখা দেয় দুঃখের আলােতে॥
২৬ আষাঢ়, ১৩৩৫