মহুয়া/রাখী-পূর্ণিমা
অবয়ব
< মহুয়া
(পৃ. ৮৩)
রাখী-পূর্ণিমা
কাহারে পরাবে রাখী যৌবনের রাখী-পূর্ণিমায়,
হে মোর ভাগ্যের দেব! লগ্ন যেন ব’হে নাহি যায়।
মেঘে আজি আবিষ্ট অম্বর, ঘন বৃষ্টি আচ্ছাদনে
অস্পষ্ট আলোর মন্ত্র আকাশ নিবিষ্ট হ’য়ে শোনে,
বুঝিতে পারে না ভালো। আমি ভাবিতেছি একা ব’সে
আমার বাঞ্ছিত কবে বাহিরিল প্রচ্ছন্ন প্রদোষে
চিহ্ণহীন পথে। এসেছিলো দ্বারের সম্মুখে মোর
ক্ষণতরে। তখনো রজনী মম হয় নাই ভোর,
হৃদয় অস্ফুট ছিল অর্দ্ধ জাগরণে। ডাকেনি সে
নাম ধ’রে, দুয়ারে করে নি করাঘাত, গেছে মিশে
সমুদ্র-তরঙ্গ-রবে তাহার অশ্বের হ্রেষাধ্বনি।
হে বীর অপরিচিত, শেষ হ’লো আমার রজনী,
জানা তো হ’লো না কোন্ দুঃসাধ্যের সাধন লাগিয়া
অস্ত্র তব উঠিল ঝঞ্ঝনি’। আমি রহিনু জাগিয়া॥
১৫ ভাদ্র, ১৩৩৫