মেঘ ঢাকা আলো/স্বরলিপি ছাড়া
অবয়ব
(পৃ. ২৪)
হবে যত রাগ হবে অনুরাগ
ঝরেছে দেখ স্মৃতি ভার।
রাগ-বিরাগে ঘুম হতে জাগে
জয় হবে নিশ্চয়ই তার॥
স্বরলিপি ছাড়া ছন্দহারা ভাষা
যে গানের সুরের জন্য।
পাখির কূজনে ভাব মনে মনে
মরুদ্যান কে বল কেন অরণ্য॥
গোলাপের রূপে যদি তার শোকে
দিয়ে যায় কেহ তার প্রাণ।
বোকা ছাড়া সে ভাবে না যে
বিনা সুরে হয় কী গান॥
শিশিরের কণা বলে'ত যাবে না
চিরদিন রবো কার তরে
অরুণের আলো হয় যদি কালো
মনে হবে দীন গেল আঁধারে॥