যন্ত্রকোষ/ত্রিতন্ত্রী বীণা

উইকিসংকলন থেকে


সংখ্যা ৩।


ত্রিতন্ত্রীবীণা।

 কচ্ছপী বীণার প্রস্তাবে কথিত হইয়াছে যে, ত্রিতন্ত্রীবীণার অবয়ব প্রায় কচ্ছপীরই মত, কেবল ইহার খোলটী কাষ্ঠনির্ম্মিত এবং ইহাতে তিনটী তার আবদ্ধ থাকে এই মাত্র ভেদ। কচ্ছপীতে যে যে কার্য্য সম্পাদিত হয়, ইহাতেও সেই সেই কার্য্য অনেকাংশে সম্পন্ন হইতে পারে, কেবল অবয়বের কিঞ্চিৎ ক্ষুদ্রতানিবন্ধন রাগরাগিণীর আলাপোপযোগী মূর্চ্ছনাদি কার্য্য নিম্পন্ন করা কিছু কষ্টসাধ্য হয়। কচ্ছপীর লৌহময় নায়কী তারটী যেমন উদারার মধ্যমে বাঁধে,ইহার নায়কী তারও অবিকল তদ্রূপ বাঁধা থাকে, তাহার পিত্তল-নির্ম্মিত-দ্বিতীয় তার যেমন উদারার স্বরে বাঁধিবার রীতি আছে, ইহার দ্বিতীয় তারটীও ঠিক সেইরূপ, কেবল তৃতীয় তারটীতে কিঞ্চিৎ বৈলক্ষণ্য লক্ষিত হয়। কচ্ছপীর তৃতীয় তার দ্বিতীয় তারের সমসুরে বাঁধিবার রীতি প্রায় সৰ্ব্বত্র প্রচলিত আছে,কিন্তু ত্রিতন্ত্রীর তৃতীয় তারটী দ্বিতীয় তারের সমসুরে অর্থাৎ উদারার ষড়্‌জে না বাঁধিয়া তাহার নিম্ন সপ্তকের পঞ্চম করিয়া বাঁধার ব্যবহার দেখিতে পাওয়া যায়, এই মাত্র বিশেষ। যদিচ কচ্ছপীর তৃতীয় তারের সহিত ত্রিতন্ত্রীর তৃতীয় তারের বন্ধনগত ভেদ আছে তথাপি ধাতুগতভেদ কিছুই লক্ষিত হয় না। যথা—

 সারিকাসম্বন্ধে কচ্ছপীর সহিত ত্রিতন্ত্রীর কিছুমাত্র ইতর বিশেষ নাই, এবং তাহাতে সাৰ্দ্ধদ্বিসপ্তক স্বর যে নিয়মে প্রতিপন্ন হয়, ইহাতেও সেই প্রণালীতে সাৰ্দ্ধদ্বিসপ্তক সম্পন্ন হইয়া থাকে। ত্রিতন্ত্রীর বাদনাদির নিয়ম অবিকল কচ্ছপীর ন্যায়। প্রাচীন গ্রীক্ দিগের হার্‌মিসের লাইয়র্‌ যন্ত্রের তারের সহিত ত্রিতন্ত্রীর তারের সংখ্যাগত কোন বৈলক্ষণ্য দেখা যায় না, কেবল বন্ধনবিষয়ে কিঞ্চিৎ অনৈক্য প্রত্যক্ষ হয়।