যন্ত্রকোষ/রঞ্জনী-বীণা

উইকিসংকলন থেকে


সংখ্যা ৫।
রঞ্জনী-বীণা।

 রঞ্জনী-বীণা দেখিতে কতকাংশে মহতী-বীণার ন্যায় কিন্তু বিশেষ এই যে মহতী-বীণার দণ্ড বংশের আর ইহার দণ্ডটী কচ্ছপী প্রভূতির ন্যায় কাষ্ঠের হইয় থাকে। আরও রঞ্জনী উক্ত যন্ত্র অপেক্ষা পরিমাণেও কিঞ্চিৎ ক্ষুদ্র। ইহার সারিকাবিন্যাস কচ্ছপীজাতীয় অন্যান্য বীণার ন্যায় এবং তার সংখ্যা সাতটী। ইহাকে কচ্ছপী বীণার অনুরূপ করিয়া বাঁধা যায়। তবে মহতীর সহিত রঞ্জনীর সমতা এই মাত্র। যে, মহতী-বীণার ন্যায় ইহারও দণ্ডের উভয় পার্শ্বে দুইটী অলাবু যোজিত থাকে।