রোবাইয়াৎ-ই-ওমর খৈয়াম/৭২
অবয়ব
গোলাপ সাথে প’ড়বে খ’সে বসন্তেরি সব বাহার,
মিশবে কোথা যৌবনেরও পাগল-করা গন্ধ ভার,
পাতার মাঝে চ’মকে ওঠে আজ পাপিয়ার উচ্চতান—
কোন্ বিদেশের কণ্ঠটী ওই কোথায় সে কাল গাইবে গান।
—— গোলাপ সাথে প’ড়বে খ’সে বসন্তেরি সব বাহার,
মিশবে কোথা যৌবনেরও পাগল-করা গন্ধ ভার,
পাতার মাঝে চ’মকে ওঠে আজ পাপিয়ার উচ্চতান—
কোন্ বিদেশের কণ্ঠটী ওই কোথায় সে কাল গাইবে গান।——