রোবাইয়াৎ-ই-ওমর খৈয়াম/৭৫

উইকিসংকলন থেকে

বিভোর প্রাণে আসবে যেদিন—
আকুল মিলন প্রতীক্ষায়
তৃণাসনে অতিথ্-সভা
ছড়িয়ে যেথা তারার প্রায়;
উজল পায়ে আসবে যখন
আমার যেথায় ছিল স্থান,
উপুড় ক’রে রেখো সেথায়
আমার শূন্য পাত্রখান! ॥ ৭৫ ॥

তামাম্ শোধ্ 

—— উজল পায়ে আসবে যখন আমার যেথায় ছিল স্থান,
উপুড় ক’রে রেখো সেথায় আমার শূন্য পাত্রখান!——