লালন-গীতিকা/১৪৬

উইকিসংকলন থেকে

১৪৬

ঘরে বাস করি সে ঘরের খবর নাই।
চার যুগের ঘর চাবি আঁটা ছোড়ান পরের ঠাঁই।

ঘর ছেড়ে ধন বাইরে খোঁজা
বয় সে যেমন চিনির বোরা
পায়নারে সে চিনির মজা
বলদ যেই ছাই॥
কলকাঠি যার পরের হাতে
তার ক্ষমতা কি জগতে
লেনা দেনা দিবারেতে
পরে পরে ভাই॥
একি বেহাত আপন ঘরে
থাকতে রতন হই দরিদ্রে
দেয় সে রতন হাতে ধরে
তারে কোথায় পাই॥
পর দিয়ে পর ধরাধরি
সে পর কৈ চিন্তে পারি
লালন বলে, হায় কি করি
না দেখি উপায়॥