লালন-গীতিকা/১৪৫

উইকিসংকলন থেকে

১৪৫

কৃষ্ণ পদ্মেরি[১] কথা করোরে দিশে।
রাধা কান্তি পদ্মের উদয় হয় মাসে মাসে॥
না জেনে সেই যোগ নিরূপণ,
রসিক নাম ধরা সে কেমন
অসময়ে চাষ করলে তখন
কৃষি হয় কিসে॥
সামান্য বিচার কর
বিশ্বাস লইয়ে ধর
অমূল্য ফল পেতে পার
তাহে অনায়াসে॥
শুনতে নাই আন্দাজী কথা
বর্তমানে জান হেথা
লালন কয়, সে জন্মলতা
দেখরে কিসে॥

  1. পদ্মের