লালন-গীতিকা/১৯৮

উইকিসংকলন থেকে

১৯৮

মন বিবাগী বাগ মানে না রে।
যাতে অপমৃত্যু হবে তাই সদাই করে॥
কিসে হবে আমার ভজন সাধন,
মন হ’ল না আমার মনেরি মতন,
দেখে শিমুল ফুল, সদাই বেয়াকুল
(মনকে) বুঝাইতে নারি জনম ভরে॥

মনের গুণে কেহ মহাজন হয়,
ঠাকুর হয়ে কেহ নিত্য পূজা খায়,
আমার এই মনে ত আমায় করলে হত দুকূলো,
হারালাম মনেরি ফেরে॥
মনের মত মনকে পেলাম না,
কিরূপে আজ করি সাধনা,
লালন বলে, আমি হ’লাম পাতালগামী
কি ক’রতে এসে, গেলাম কি ক’রে॥