লালন-গীতিকা/২১৯

উইকিসংকলন থেকে

২১৯

কারে বলবো আমার মনের বেদনা।
এমন ব্যথায় ব্যথিত মেলে না॥
যে দুখে আমার মন
আছে সদায় উচাটন
বললে সারে না॥
গুরু বিনে আর না দেখি কিনার
তারে আমি ভজলাম না॥
অনাথের নাথ যে জনা মোর
সে আছে কোন অচিন শহর
তারে চিনলাম না॥
কি করি কি হয় দিনের দিন যায়
কবে পুরবে মনের বাসনা॥
অন্য ধনের নয় রে দুখী
মনে বলে হৃদয়ে রাখি
শ্রীচরণখানা॥
লালন বলে, মোর পাপের নাই ওর
তাইতে আশা পূর্ণ হ’লোনা॥