লালন-গীতিকা/২২০

উইকিসংকলন থেকে

২২০

মরার আগে ম'লে শমন জ্বালা ঘুচে যায়।
জানগে কেমন মরার কিরূপ জ্বালা তার দেয়॥
জেন্তে মরিয়ে সুদন,
লয়ে খানকা তাজ তখন
ভেক সাজায় রূহ্‌ ছাপাই হয়
কি সে তাহার কব্বর কোথায়॥

মরার সিঙ্গার ধরে
উচিত জানাজা করে,
যে যথায় সেই মরা
আবার মরিলে জানাজার কি হয়
কথায় হয় না সে মরা
তাদের করণ বেদ ছাড়া সর্বদায়
লালন বলে, সমঝে করো
মরার হাল গলায়॥