লালন-গীতিকা/২৮৬

উইকিসংকলন থেকে

২৮৬

জানতে হয় আদম সফির আদ্য কথা।
না দেখে আজাজীল সে রূপ[১] কিরূপ আদম গঠলো যেথা[১]

আনিয়ে জেন্দারো মাটি
গঠলে[২] বোরখা পরিপাটি
মিথ্যা নয় সে কথা খাঁটি
কোন্‌ চিজে তার গঠন[৩] আত্মা[৪]
সেই যে আদমের ধড়ে
অনন্ত কুঠরি গড়ে
মাঝখানে হেতলে কল জুড়ে
কীর্তিকর্মা বসলো কোথা॥
আদমি হল আদম চিনে
ঠিক নামায় সে দেল-কোরানে,
লালন কয়, সিরাজ সাঁইর গুণে
আদম অধর ধরায় সুতা॥

  1. ১.০ ১.১ সে ত গঠলো আদম কিরূপ সেথা
  2. গঠিল
  3. গঠিল
  4. আওয়া