লালন-গীতিকা/৩৭৯

উইকিসংকলন থেকে
৩৭৯

মন, আইন-মাফিক নিরিখ দিতে ভাবো কি।
কাল শমন এলে হবে কি॥

ভাবিতে দিন আখের হ'লো
ষোল আনা বাকি প’লো
কি আলস্য ঘিরে এলো
দেখলিনে খুলে আঁখি॥
নিষ্কামী নির্বিচার হ'লে
জ্যান্তে মরে যোগ সাধিলে
তবে খাতায় উসুল পাবে
জেনে উপায় কৈ দেখি॥
শুদ্ধ মনে সকলই হয়
তাও ত এবার জোটে না তোমায়
লালন বলে, করবি হায় হায়
ছেড়ে গেলে প্রাণ-পাখি॥