লালন-গীতিকা/৩৭৮

উইকিসংকলন থেকে
৩৭৮

এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা।
সদ্য বাকির দায়ে যাবি যমালয়ে
হবে রে কপালে দায়মাল ছাপা॥
কৃতিকর্মা সেহি ধনী
অমূল্য মাণিক মণি
করিল কৃপা তোরে, করিল কৃপা॥
সে ধন এখন হারালি রে মন
এমন কি তোর কপাল বদওকা॥
আনন্দ-বাজারে এলে
ব্যাপারের লাভ ক'রবো ব'লে
এখন স্বর্ণ সেদকা সঙ্গেরি সঙ্গে
মজে রঙ্গে
হাতের তীর হারায়ে হ'লি ক্ষ্যাপা॥
দেখলিনে মন বস্তু ধুড়ে
কাঠের মালা নেড়ে চেড়ে
মিছে নাম জপা।
লালন ফকির কয়,
কি হবে উপায়
বৈদিকে রইল জ্ঞান-চক্ষু ঝাঁপা॥