লালন-গীতিকা/৩৮৭

উইকিসংকলন থেকে

৩৮৭

মানুষ অবিশ্বাসে পাইনে রে সে মানুষ-নিধি।
এই মানুষে মিলতো মানুষ চিনিতাম যদি॥
অধর চাঁদের যতই খেলা
সর্ব উত্তম মানুষ-লীলা
না বুঝে মন হ'লি ভোলা
মানুষ বিরদি॥
যে অঙ্গের অবয়ব মানুষ
জানো না রে মন বেহুঁশ
মানুষ ছাড়া নয় সে মানুষ
অনাদির আদি॥
দেখে মানুষ চিনলাম না রে
চিরদিন মাথারো ঘোরে
লালন বলে, এ দিন পরে
কি হবে গতি॥