লালন-গীতিকা/৩৮৮

উইকিসংকলন থেকে

৩৮৮

আর কি বসবো এমন সাধ-বাজারে।
জানি কোন্‌ সময়ে কি দশা হয় আমারে॥
সাধুর বাজার কি আনন্দময়
যেমন অমাবস্যায় পূর্ণচন্দ্র উদয়,
ভক্তি-নয়ন যার সে চাঁদ দৃষ্ট তার
ভব-বন্ধন-জ্বালা যায় গো দূরে॥
দেবেরো দুর্লভ পদ সে
সাধু নাম যার সত্যে ভাসে
পতিতপাবনী গঙ্গা জননী
সাধুর চরণ সেও তো বাঞ্ছা করে॥

দাসের দাস তার দাস যোগ্য নয়
কিবা পুণ্যেতে এলাম এই সাধ-সভায়
লালন কয়, আমার ভক্তিশূন্য কায়
আবার বুঝি পড়ি কদাচারে॥