লালন-গীতিকা/৩৮৯

উইকিসংকলন থেকে

৩৮৯

ভাবের উদয় যেদিন হবে।
সেদিন হৃদ্‌-কমলে রূপ ঝলক দিবে॥
শতদল সহস্রদল
এক রূপে করেছে আলো
সে রূপে যে নয়ন দিল
মহাকাল শমন তার কি করিবে॥
ভাবশূন্য হইলে হৃদয়
বেদ পড়িলে কি ফল দেয়
ভাবের ভাবে থাকলে সদায়
গুপ্ত ব্যক্ত সব জানা যাবে॥
অ-দৃষ্ট সাধনা করা
যেমন আঁধার ঘরে সর্প ধরা
লালন বলে, ভাবুক যারা
ভাবের বাতি জ্বেলে সে চরণ পাবে॥