কৃষ্ণমিশ্র যতি ছিলেন আদি শঙ্করাচার্যের পথানুসারী এক সন্ন্যাসী। ১০৬৫-৭০ সালে চেদিরাজ লক্ষ্মীকর্ণ ও জেজাকভুক্তির (বর্তমান বুন্দেলখণ্ড) চন্দেল্লরাজ কীর্তিবর্মার যুদ্ধে কীর্তিবর্মা বিজয়ী হওয়ার পর বিজয় উৎসবের অংশ হিসেবে কৃষ্ণমিশ্র প্রবোধ-চন্দ্রোদয় নামে বিখ্যাত প্রতীক নাটক রচনা করেন।
এই লেখকের লেখাগুলি ১লা জানুয়ারি ১৯২৮ সালের পূর্বে প্রকাশিত রচনাসমূহ এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে । লেখকের মৃত্যুর পরে প্রকাশিত লেখা, অনুবাদ এবং সম্পাদনাসমূহ কপিরাইটের অন্তর্ভুক্ত থাকতে পারে। মরণোত্তর লেখাগুলি নির্দিষ্ট কিছু দেশে বা প্রকাশিত দেশে কত বছর পূর্বে প্রকাশিত হয়েছে তার উপর ভিত্তি করে কপিরাইট থাকতে পারে।