লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস/শুভাদৃষ্ট

উইকিসংকলন থেকে
পঞ্চত্রিংশ পরিচ্ছেদ।



শুভদৃষ্ট।

 ব্রেজিলিয়ান সেনানীমণ্ডলীর মধ্যে সুরেশ যে, উচ্চপদ লাভে সম্মানিত হইবেন, ইহাই বিধাতার বিধান; সময়ে তাহাই ঘটিল। যদিও এক্ষণে তিনি করপোরালের পদ লাভ করিয়াছিলেন, তথাপি তিনি এক্ষণে বহু অর্থ উপার্জ্জন করিতে সক্ষম হওয়ায় ব্রেজিলিয়ান ভদ্রসমাজে তাঁহার যথেষ্ট মান ও পদমর্য্যাদা লাভ ঘটিয়াছিল।

 যখন তিনি ব্রেজিলের রাজধানী রায়োডি-জেনারো নগরের হাসপাতালে কাজ করিতেছিলেন, সেই সময়ে মার্কিন দেশের মারাত্মক ব্যাধি পীতজ্বরের প্রবল প্রকোপ সর্বত্র পরিব্যাপ্ত হইল। তাহার উপর এই সময়ে দেশে এক ঘোর বিপ্লব উপস্থিত হইল; চারিদিকে বিদ্রোহানল প্রজ্জ্বলিত হইল,— প্রত্যহ বহুসংখ্যক লোক আহত হইয়া হাসপাতালে চিকিৎসার্থে আসিল। একদিকে পীতজ্বর-পীড়িত লোকের কাতরোক্তি,—অন্যদিকে আহতগণের আর্তনাদ! হাঁসপাতাল দিন দিন ভাব ধারণ করিতে আরম্ভ করিল। হাঁসপাতালের কার্য্যে নিযুক্ত ছিলেন, তাঁহাদের অবস্থা যে কি রূপ হইল, তাহ বর্ণনাতীত। সুরেশ এই সময়ে এই হাঁসপাতালের কার্য্য নিযুক্ত থাকিয়া মুমুর্ষুগণের আর্তনাদের মধ্যে ও লব পরিবেষ্টিত হইয়া ৰাস করিতেছিলেন;—কিন্তু তিনি এক দিনও কর্তব্য বিমুখ হয়েন নাই,—এক মুহূর্ত্তের জন্যও তাঁহার হৃদয় কম্পিত হয় নাই। বীরসাহসে ও বীর উদ্যমে তিনি হাঁসপাতালের কার্য্য সম্পাদন করিতে লাগিলেন।