শ্রীশ্রীকৃষ্ণকালী-পদাবলী/১৯
অবয়ব
(পৃ. ১২)
(ভৈরবী, জংলা জৎ)
তুমি ত জান মা সকল, আমি তোমার পাগল ছেলে;
রাজা উজির মানি না মা তোমার কথা মনে প’লে।
যেমন চালাও তেম্নি চলি, যেমন বলাও তেম্নি বলি,
মোক্ষপদ পায়ে ঠেলি, তোমার কোলে যাব ব’লে॥
করেছ সংসারের ওছাঁ, তবু কিন্তু মায়ের বাছা,
(জানি) মা ব’লে কাঁদিলে কালী বাবা ব’লে নিবি কোলে।
(তাই) ধর্ম্ম কর্ম্ম সকল ভুলে, কাঁদি কেবল মা মা ব’লে,
(ভাল) দিয়েছ ত গাছে তুলে, (যেন) মই কেড়ো না নিদানকালে। ১৯॥