শ্রীশ্রীকৃষ্ণকালী-পদাবলী/২১
অবয়ব
(পৃ. ১২-১৩)
(জংলা, বেতালিক)
[গ্রন্থ কারের নিদারুণ পীড়ার সময়ে রচিত]
তোমার ঔষধে কাজ নাই, যাও হে বৈদ্য ভাই,
আমি আর কি রে ডরাই, ওই দ্যাখ্, মা আমার শিওরে।
তোমার কথায় ত ভুলবো না রে,—
সে যে মহাশক্তি-মায়ের শক্ত ছেলে আমি,
মায়ের কোল-ছাড়া কে করে আমারে॥
সর্ব্বৌষধের মূল আমার মায়ের পদরজঃ,
(তুমি) বিষয়-মদে মত্ত, সে তত্ত্ব কি বোঝো রে ভাই;—
(বল) বৈদ্যের কিবা হাত, স্বয়ং বৈদ্যনাথ
মায়ের চরণতলে প’ড়ে শবাকারে॥
(তোমার) বক্ষে নাই দয়া চক্ষে নাই চর্ম্ম
তুমি কি বুঝিবে আমার মায়ের মর্ম্ম,
(কর) বিপদে ভর্ৎসনা, এই কি তোমার কর্ম্ম
আমার মর্ম্মকথা শুন কই রে;—
অদ্য বা শতাব্দে যা হ’বে নিশ্চয়,
সে মরণে আমার আছে কিবা ভয়, রে ভাই;—
আমি মায়ের ছেলে, ইহ-পরকালে,
মা আমায় বাঁচা’বে, তুমি যা ও ফিরে। ২১॥