সিরাজদ্দৌলা (নাটক)/প্রথম অঙ্ক/সপ্তম গর্ভাঙ্ক

উইকিসংকলন থেকে

সপ্তম গর্ভাঙ্ক

কলিকাতা—পথ

নাগরিকাগণ

গীত

জনরব শতমুখে আজব ভেরী শোন্ বাজর। ধ্রু॥
(ওলো) বলিহারি নবাবী কেতায়।
যেটা ধর্‌বে যখন, ছাড়্‌বে না তো—রাখ্‌বে নবাব জেদ বজায়।
জোয়ান পাঠান মুস্‌কো কেলে, কোল্‌কাতা উপ্‌ড়ে ফেলে,
হাতীর পিঠে নে যাবে চেলে;
কাতার কাতার নবাবী ফৌজ, কুচ ক’রে আস্‌ছে হেতায়:
ছাউনি ফেলে বরানগরে, নবাব আছে গোঁ ধ’রে,
কখন কি করে;

কাল ভোরে বা কোল্‌কাতাটা মুর্শিদাবাদ চালান যায়॥
নবাবী কেতা, কার আছে দু’মাথা, কইবে এক কথা;
শুন্‌চি না কি গড়ের মাঠে হাওয়া খেতে বেগম চায়।
নিয়েছে বায়না ভারি, বুঝ্‌বে না কারো কথায়॥

বোচ্‌কা-বুচ্‌কি বাঁধিয়া কতিপয় স্ত্রী-পুরুষের প্রবেশ
সকলে। ও বাপ্‌রে—কি হলোরে—কোথায় যাবো। ঐ নবাব এলো—পালা—পালা—
সকলের কলরব করিয়া বেগে প্রস্থান