সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/অদ্ভুত কারবার

উইকিসংকলন থেকে

অদ্ভুত কারবার

অদ্ভুত কারবার!
দাদা যায় গাধা চ’ড়ে
‘ডায়মন হারবার।’
 তিন মণ দেহ তার
লাগে ভারি ভারভার।
গাধা ব্যাটা বাধা পেয়ে
ঠ্যাং ছোঁড়ে বারবার।
দাদা ভাই লোক নয়
কারো ধার ধারবার।
মাঝে মাঝে ভান করে
পিঠে ছড়ি ঝাড়বার।
গাধার ক্ষমতা নাই
দেহটুকু নাড়বার।
উল্‌টিয়ে ডিগবাজি
খেল দাদা চারবার।
গতিক হ’ল যে তার
নাড়ীটুকু ছাড়বার।
ফন্দি করেছে গাধা
দাদাটিকে মারবার।
তবু দাদা চলে আজ
‘ডায়মন হারবার।’
অদ্ভুত কারবার॥