সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/আটটি আনা পয়সা
অবয়ব
(পৃ. ১৪০)
আটটি আনা পয়সা
আটটি আনা পয়সা ছিল
খোকন বাবুর ট্যাঁকে,
তাই নিয়ে সে ঘুমের মাঝে
স্বপ্ন কত দ্যাখে।
রথের মেলায় কিনবে গাড়ি,
খেলনা কত রং-বাহারী,
লাট্টু, লাটাই, মণ্ডা-মেঠাই
কিনবে মনের সাধে,
দুপুর বেলা ঘুমের ঘোরে
হাসছে সে আহ্লাদে।
এমন সময় বাহির পথে—
“চাই চানাচুর” শব্দ হ’তে
ঘুম ভেঙে যায় খোকন বাবুর,
মানলো না আর মানা,
আটটি আনা পয়সা দিয়ে
আনলো কিনে ‘চানা’॥