বিষয়বস্তুতে চলুন

সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/আমাদের দাবী

উইকিসংকলন থেকে

আমাদের দাবী

আমরা কিশোর, আমাদের দাবী সামান্য অতিশয়,
চিরদিন ধরে ক্ষতি সহিয়াছি, আর কত ক্ষতি সয়?
নগণ্য মোরা নই,
অগণ্য এই কিশোর আমরা কত মুখ বুজে বই?

আমরা জানাব আমাদের দাবী অভাবিত ঘোষণায়,
কঠোর কণ্ঠে জানাব মোদের অধিকার দুনিয়ায়।
আমরা বাঁচিতে চাই,
কে বাঁচিবে বলো, স্বাধীন-মাটিতে মোরা যদি ম’রে যাই?

আমাদের যারা ভুল পথে নেয়, ঢেলে দেয় ভেদ-বিষ,
যন্ত্রণা-ভরা কুমন্ত্রণায় কুহরে অহর্নিশ,—
মানিব না তাহাদের,
যুগে যুগে মোরা ভুল পথে চ’লে ভুগে ভুগে গেছি ঢের।

বিরাট কিশোর-রাজ্যের মাঝে আমরা অধীশ্বর,
সবাই সেথায় পবিত্রতায় অপূর্ব সুন্দর,
নির্মল, নিস্পাপ,
আমাদের রাজ্যে লাগিবে না কভু বিধাতার অভিশাপ।

কালনেমি আর শকুনি মামার গুপ্তচরের দল
ভাঙন ধরাতে করে ঘোরা-ফেরা, করে ছলনা ও ছল;
যে সব ফন্দিবাজ—
আমাদের নিয়ে ছিনিমিনি খেলে, তাড়াও তাদের আজ।

ভেজাল-বিহীন খাদ্য মোদের খেতে দাও ভরপুর,
শিক্ষার কর নব ব্যবস্থা, মূর্খতা কর দূর,
হে দেশ-নেতার দল,
জানো না তোমরা, মোদের পাথেয় নাহি কিছু সম্বল?

পুঁজিবাদী করে টাকা নিয়ে খেলা, তাদের কুকুরো খায়,
দেখ কত শত শিশু ভগবান ক্ষুধায় মরিয়া যায়;
এমন আইন চাই—
যে আইন-বলে শিশু ও কিশোর বাঁচিবে সর্বদাই।

শিশু ও কিশোের জাতির মজ্জা, মর্যাদা নাহি পায়,
অমানুষ হয়ে তারা যদি রয়, দেশ যাবে গোল্লায়;
দাবী করি বারবার—
আণবিক নয়, চাই শুধু মোরা মানবিক অধিকার।