বিষয়বস্তুতে চলুন

সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/জাগে রে কিশোর জাগে

উইকিসংকলন থেকে

জাগে রে কিশোর জাগে

প্রাচীন যখন ঘুমায় আঁধারে,
কিশোর আলোকে জাগে,
প্রাচীন যখন পিছনে হাঁটিবে
কিশোর ছুটিবে আগে।

প্রাচীনে কিশোরে হবে রেষারেষি,
দূরের পাড়িতে কার দম বেশি,
প্রাচীন সে হায় প্রতিযোগিতায়
প’ড়ে রবে বহু পাছে,
কিশোর তখন দুর-পাল্লায়
বাজি-মাৎ করিয়াছে।

প্রাচীন যখন বিধি ও নিষেধে
আপনারে সদা রাখে ধ’রে-বেঁধে,
কিশোর তখন গণ্ডি ভাঙিয়া
চ’লে যাবে অনায়াসে,
প্রাচীন যখন হতাশায় কাঁদে
কিশোের তখন হাসে।

প্রাচীন যখন মরণের ভয়ে
থরোথরো কাঁপে জড়সড় হয়ে,
কিশোের তখন হাসিয়া দাঁড়ায়
মৃত্যুর মুখোমুখি,
প্রাচীন যখন প্রতিকূলে যায়,
কিশোর দাঁড়াবে রুখি’।

প্রাচীন যখন প্রাচীর তুলিবে
কিশোর তখন দুয়ার খুলিবে,
প্রাচীন যখন বিভেদ ঘটাবে,
অপরে রাঙাবে আঁখি,
কিশোর তখন বিলাবে সবারে
মিলনের রাঙা-রাখি।

প্রাচীন যখন ভাঙে হেলা ভরে,
কিশোর তখন নব-ছাঁদে গড়ে,
প্রাচীন যখন ঘরে বার রুধি’
রহে অতি সাবধানে,
হুঁশিয়ার যত কিশোর তখন
সারা দুনিয়ারে টানে।

প্রাচীন-কিশোরে ঘন-সংঘাতে
বন্যা আসিবে নব-গঙ্গাতে,
নব-ভগীরথ শঙ্খ বাজায়
শোনো ঐ দূরে দূরে,
ভারতের যত কিশোর কিশোরী
নাচে সেই সুরে সুরে।

জাগে রে কিশোর জাগে—
নূতন উষার নবীন জগৎ
গড়িবে সে অনুরাগে