
মৃণালিনী দেবী: ১২৮০ — ১৩০৯ বঙ্গাব্দ
স্মরণ
রবীন্দ্রনাথ ঠাকুর
বিশ্বভারতী গ্রন্থালয়
২ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্ট্রীট। কলিকাতা
কাব্যগ্রন্থ-ভুক্ত: ১৩১০
গ্রন্থাকারে প্রকাশ: ১৩২১
পুনর্মুদ্রণ: ফাল্গুন ১৩৩৭, আষাঢ় ১৩৫২, আষাঢ় ১৩৬০, পৌষ ১৩৬৪
বৈশাখ ১৩৬৮: ১৮৮৩ শক
© বিশ্বভারতী ১৯৬১
প্রকাশক শ্ৰীকানাই সামন্ত
বিশ্বভারতী। ৬/৩ দ্বারকানাথ ঠাকুর লেন। কলিকাতা ৭
মুদ্রক শ্ৰীদেবেন্দ্রনাথ বাগ
ব্রাহ্মমিশন প্রেস। ২১১ কর্নওআলিস স্ট্রীট। কলিকাতা ৬
১৩০৯ সালের ৭ই অগ্রহায়ণ তারিখে রবীন্দ্রনাথের সহধর্মিণী মৃণালিনী দেবী পরলোকগমন করেন। তাঁহার স্মৃতির উদ্দেশে রবীন্দ্রনাথ যে কবিতাগুলি রচনা করেন সেগুলি মোহিতচন্দ্র সেন -সম্পাদিত রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের ষষ্ঠ ভাগে (১৩১০) সংকলিত হয়— অধিকাংশ ‘স্মরণ’-পর্যায়ে, কেবল বর্তমান স্মরণ গ্রন্থের প্রথম তিনটি কবিতা ‘মরণ’-পর্যায়ে। পরে এই কবিতাগুলি একত্র করিয়া স্বতন্ত্র আকারে স্মরণ গ্রন্থ প্রকাশিত হয়।
শ্ৰীসমীরচন্দ্র মজুমদার -কর্তৃক বিশ্বভারতী রবীন্দ্রসদনে উপহৃত রবীন্দ্ৰ-পাণ্ডুলিপি হইতে স্মরণের বর্তমান সংস্করণে কতকগুলি কবিতা-রচনার কাল ও স্থান নির্দিষ্ট হইয়াছে। যে স্থলে তারিখের সহিত সাল উল্লিখিত নাই সে ক্ষেত্রে ১৩০৯ বুঝিতে হইবে।
এই কাব্যের অধিকাংশ কবিতাই ১৩০৯ সালের বঙ্গদর্শনে প্রকাশিত হইয়াছিল। বঙ্গদর্শনে ব্যবহৃত নাম -সহ প্রকাশ-সূচী নিম্নে মুদ্রিত হইল—
সংখ্যা
|
নাম
|
বঙ্গদর্শন-সংখ্যা
|
পৃষ্ঠা
|
৩
|
প্রতীক্ষা
|
অগ্রহায়ণ ১৩০৯
|
৪৪০
|
8
|
শেষ কথা
|
অগ্রহায়ণ ১৩০৯
|
৪৪৯
|
৫
|
প্রার্থনা
|
অগ্রহণয়ণ ১৩০৯
|
৪৫৪
|
৬
|
আহ্বান
|
অগ্রহায়ণ ১৩০৯
|
৪৫৫
|
৭
|
পরিচয়
|
অগ্রহায়ণ ১৩০৯
|
৪৫৫
|
৮
|
মিলন
|
অগ্রহায়ণ ১৩০৯
|
৪৫৬
|
৯
|
লক্ষ্মী-সরস্বতী
|
মাঘ ১৩০৯
|
৫৬৫
|
১১
|
নব পরিণয়
|
মাঘ ১৩০৯
|
৫৬৬
|
১৮
|
জীবনলক্ষ্মী
|
মাঘ ১৩০৯
|
৫৭০
|
১৯
|
বসন্ত
|
ফাল্গুন ১৩০৯
|
৫৮২
|
২২
|
দ্বৈতরহস্য
|
ফাল্গুন ১৩০৯
|
৬২১
|
২৩
|
সন্ধ্যাদীপ
|
ফাল্গুন ১৩০৯
|
৬০৩
|
২৪
|
গোধূলি
|
ফাল্গুন ১৩০৯
|
৬০৩
|
২৫
|
জাগরণ
|
ফাল্গুন ১৩০৯
|
৫৭৩
|
২৭
|
সম্ভোগ
|
ফাল্গুন ১৩০৯
|
৬১২
|