হিতদীপ/উদ্যম

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
উদ্যম।

যতেক অধম জন, বিঘ্ন ভয়ে কদাচন,
নাহি রত হয় কোন কাজে।
মধ্যম মানব যত হইয়া বিঘ্ন-বিহত
আরব্ধ বিষয়ে ত্যজে লাজে।
উত্তম মানবগণ, উদ্যম-ভূষণ-ধন,
রত হয়ে আরব্ধ-সাধনে,
বিঘ্নে হয় প্রতিহত, তবু রহে স্থির-চিত,
সাধয়ে সে কাজ এক মনে।
তাই হে মানবগণ! ধরহ উদ্যম-ধন
পাইবে সকল সুখ ভবে,
ধরিয়া উদ্যম-অসি ব্যাঘাত-পশুরে নাশি
ইষ্ট সাধি আনন্দিত হবে।
উদ্যম-আলোকমালা করিবে হৃদয় আলা
আশা কিহে পূরে বাসনায়?
সুপ্ত বা অশক্ত যবে হরি হীনতর জবে
হরিণ বদনে তার যায়?
দুখ কিবা, এক মনে সাধু কাজ সুসাধনে
রত হয়ে নারিলে সাধিতে?
নিজ-দোষ-বিনাশন, উদ্বেগের প্রশমল
অবশ্য হইবে তব চিতে।

আছে হে প্রাচীন গাথা প্রাচীন-বদনে গাঁথা
যথায় উদ্যম বিদ্যমান,
অলসতা নাহি যথা, কমলা অচলা তথা,
বিনয় বিক্রম পায় স্থান।
বিপদে পতিত যদি মোহে কাঁদে নিরবধি
তাহে তার বিপদ না যায়,
হুত হুতাশন প্রায়, ব্যসন বাড়য়ে তায়,
কভু কি বিপদ-পার পায়?
বিপদে যাহার মন নাহি হয় উচাটন
সেই ত মহান্‌ মহীতলে,
তেমন ভুবন-মণি পরাজয়ে দিনমণি,
তার গুণে বিষে সুধা ফলে।