পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেয়ান প্রথমে যান বাজার ঘুরে হেকে —মুশকিল আসান । সাড়া শব্দ নাই কারে, চক্র বাজার মুন সান । পহরা কী প্রহরি। কারো দেখা নেই ও হরি গেরস্তে পাড়া, আছে নিঃসাড়া –গুমির ভয়ে বেরোবার নেই নাম। একাই আগান দোকান পাট পারিয়ে মাঠের দিকে ভৈরব দেয়ান। আকাশে তখন নাই চাদ, খেজুর তলে এক মূর্তি দেখা দিল হঠাৎ —কালে মুস্কো –চটের থলির পাশে বসে আছে চুলগুলো উস্কো-খুস্কো যেন যমদূত সাক্ষাৎ । কে রে! বলে দেয়ান ছাড়লেন এক কোতোয়ালী হাক । মূর্তিটা যেন কালো দত্যি, উঠে দাড়াল রাতের আলোয় – যেন দেখাল জুপুরিয়া ডাকাত, বুক চটাল । ভৈরব দেয়ান,তিনি নন কম শক্তিমান –কচি ছেলে নন একরত্তি —মুঠিয়ে ধরেন গুপ্তি ; ভাবেন, দেখা যাক গুমি কিনা সত্যি! মূর্তিটি চটের থলিট তুলে ঘাড়ে, আগাতে চায় মাঠের পারে। কে রে যাস ! দেয়ান বলেন তারে । লোকটা যেন শুনেও শোনে না, চেহারাট। একেবারে অচেন । দেয়ান বলেন, দেখছে বাপু কলন্দর অনি, মাথায় কাপু —একু। পড়েছি মাঠে, একটু দাড়াও, যাই একসাথে । মূর্তি বলে দাড়াবার সময় নেই। সূর্যোদয়ের আগে ভূতের বোঝা নামাতে হবেই। রোদের ভয়ে চলাচলি করি রাতে ; দামী মাল আছে আমার বোঝাতে। সোজা কইবোই, বই ভূ-গর বোঝা । উটের পিটে যেন কুঁজের বোঝা । কথাটা কইতে সোজ, বোঝাটা বইতে সোজা নয়। এই বলে আর মূতি অগ্রসর হয়। দেয়ান ভাবেন, এই সেই গুমি নিশ্চয় গেছে বোঝা । আগে চলে চট থলি ঘাড়ে কালো মূর্তি। দেয়ান চলেন হটুইট্‌ চালে হাতে ধরে গুপ্তি । খোয়ারের বঁাকে স্থানটা অন্ধকার, দেয়ান সেই ফঁাকে থলিতে বসান চাকু আপনার । ל"לס