পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—আচ্ছ পৃথিবীতে তাহলে অষ্টম আশ্চর্য নেই ? —নেই, যদি না কষ্টম হাউসটাকে বলে অষ্টম আশ্চর্য । —আর কী হবে ছেড়া গল্পটাকে সাড়ে-সাতের কোঠায় ফেলে নতুন করে অষ্টমে চড়ান যাক আটের গল্পট । —অষ্টম আশ্চর্য গল্পটা লিখে ছিড়লে কেন দাদামশায়—ভারি অস্কায় করেছ । —কেন ছিড়লেম বলি যদি তো অষ্টম আশ্চর্যের চেয়ে আশ্চর্য লাগত তোমার । --আচ্ছা বল শুনি কেন ছিড়লে। —তাও বলবার যে নেই—তাহলে তো বলতুম। —তবে কী হবে দাদামশায় ? অষ্টম চড়ানোর মানে কী দাদামশায় ? —সে ভাই কষ্টমের একশেষ । চুলোতে চড়ালে একমুঠে। ছাই পাশও পাওয়া যায় কিন্তু অষ্টমে চড়ালে – ধন দৌলত মান সন্ত্রম ঘর বাড়ি খাট বিছান৷ গহনাগাটি জমি জমা জমিদারী কিছু আর থাকে না । —কোথায় যায় ? –পাচ ভূতের কবলে পড়ে উপে যায় বাষ্প হয়ে শূন্তে । —দাদামশায় তোমার ভুল হল । বাম্প হলে মেঘ হয়, মেঘ হলে বিষ্টি হয় পড়েছি ; তুমি চড়াও গল্প অষ্টমে নির্ভয়ে দাদামশায়। — আচ্ছা তাই হোক— শুনে ছেকছেকানি শব্দ কানে তবু কতক বাচি প্রাণে বকবকানি ঢের হয়েছে, বসি এবার কোমর এটে অষ্টমীতে আসবে যারা আমার হয়ে খাবে তারা মনকে আমি প্রবোধ দেব . হাত বুলায়ে তাদের পেটে । NGO