পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধনা ও সিদ্ধি ף סל צ সমাজসংস্কারক; সুলেখক, বৈজ্ঞানিক, দেশবিশ্রত বাগ্মী, জন্মগ্রহণ করেছেন—বঙ্কিম, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র প্রভৃতি এক এক ক্ষেত্রে এক একজন দিকৃপাল বাঙলার বিজয়বৈজয়ন্তী উড়িয়ে দিয়েছেন। বাঙালী আণ্ডয়ান হয়ে চলেছে স্বীকার করি —তবু আজ একবার বাঙালী যুবককে কঠোর আত্মপরীক্ষ ক’রে দেখতে হবে, তার চরিত্রের গলদ কোথায় ; অস্তরের কোন বাধাটা তার চলার পথে পথ আগলে দাড়িয়েছে। সক্রেটিস বলেছেন, যারা আঠার বৎসর-পার হয়েছে, তাদের উপদেশ দিয়ে কোন ফল নেই । তাই আমার বক্তব্য আজ দেশের যুবকবৃন্দের কাছে—ীরা আমাদের ভবিষ্যতের আশা—আমাদের হৃদয়ের ধন । এই সম্পর্কে আর এক কথা এই যে “ন ব্রুয়াং সত্যমপ্রিয়মৃ? এটা আমার কাছে নিতান্তই বাজে কথা -আমি বলি “ব্রুয়াং সত্যমপ্রিয়ম্ অপ্রিয় সত্য বলতে হবে- দেশবাসীকে প্রতি নিবেদন করে খুব স্পষ্টভাবেই তাদের ভুল ভ্রান্তি দেখিয়ে দিতে হবে। পত্রাবরণে ভগ্ন স্থান লুকিয়ে রাখলে দুর্গ-প্রাচীরও সহজেই ভূমিসাৎ হয়ে যায়। ঢাকৃলে অভাব ঘোচে না ; অভাবকে সকল সময়েই মোচন করতে হয় —আর তার জন্যে চাই কঠোর আত্মপরীক্ষা, আর তীব্র বেগবতী ইচ্ছাশক্তি। फूझे বুৎসর পূর্ব্বে মান্দ্রাজ-বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর শ্রীযুক্ত শ্রীনিবাস স্লায়েঙ্গার তার বক্তৃতায় একস্থলে কতকগুলি মূল্যবান তথ্যপূর্ণ কথা বলেছিলেন।' কথাগুলি এই যে, অনেক কষ্ট স্বীকার ক’রে এবং যথেষ্ট ধৈর্য্যসহকারে তিনি মান্দ্রাজ-বিশ্ববিদ্যালয়ের আঠার হাজার গ্রাজুয়েটের জীবনের ইতিহাস সংগ্রহ করেছিলেন । এদের মধ্যে ৩৭০০ জন সরকারের চাকুরী করেছেন, তারও অধিক ইস্কুল