পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬. আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী দিবাতেও এক দফা গাঢ় নিদ্রার পর পরকুৎস এবং কাহাকে “এক ঘরে” করিবে, মামলা মোকৰ্দমা করিয়া কি প্রকারে উচ্ছন্ন যাইবে ইত্যাদি ব্যাপারে দিন কাটাইতেছে। অর্থাৎ শ্রীযুত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের “পল্লী সমাজে অঙ্কিত চিত্র সর্বত্রই প্রযোজ্য । জলাশয়গুলি ইতিমধ্যেই শুকাইয়া আসিতেছে। আর দুই এক মাস পরে কেবল অনেক স্থলে লোকের “কাদার গোলা' পান করিবে ; সেই জল আবার গো-মহিষাদি পঙ্কিল করে। স্ত্রীলোকগণও স্বানের সময়ে সেই জলে মূত্র ত্যাগ করে এবং নানাবিধ সংক্রামুক ব্যাধির সংস্থষ্ট কাপড়, কাথা কাচে। এই কারণেই কলেরা, আমাশয়, প্রভৃতি রোগ ছড়াইয়া পড়ে। এই গেল এক দফা । সম্প্রতি গো মড়ক এখান হইতে বরাবর দক্ষিণ সুন্দরবন সন্নিকটস্থ আবাদ পর্য্যন্ত বিস্তৃত । মড়কে গো স্থপতি এক প্রকার নির্বংশ হইয়া আসিয়াছে। খুলনায় দুধ বার আন পর্য্যস্ত পাকী সের দরে বিক্রয় হইয়াছে। গ্রামগুলিতেও এক প্রকার দুধের দুর্ভিক্ষ দেখা দিয়াছে । কেহ বলিতে পারেন এটা সাময়িক দুর্ঘটনা ( Special Case ), কিন্তু সাধারণ ( Normal ) অবস্থাও নিতান্ত শোচনীয় । খুলনায় এবং অন্যান্ত জিলার সহরে ছয় আনা সেরে হানেস দুধ বিক্রয় হয়। ভাবী বাঙ্গালী জাতির জীবনী শক্তি ইহাতে কি প্রকারে হ্রাস হইয়া যাইতেছে, তাহা যাহারা রসায়ণ শাস্ত্র ও শরীরবিদ্যার তত্ত্ব কিছু অবগত আছেন তাহারা সম্যক বুঝিতে পারেন। এখন শিশুদিগকেও বালাঁ, মেলিন ফুড ( Mellins food ) দিয়া ক্ষুণ্ণিবৃত্তি করান হয় । অবশ্য যাহার একটু অবস্থাপন্ন তাহারা বিলাতী জমা দুধ (Condensed milk) offs Hrozco of 34 (Horlick's milk ) overtso ব্যবহার করেন কিন্তু এই দৈক্ষ প্রপীড়িত বাঙ্গালীর কয়জন যাহাদের