পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Prin 1 Vy 6 জীবনের শ্রেষ্ঠ ধর্ম্ম । দুদিন পরে, পরিণত বয়সে আপন ইচ্ছায় যে পরিণামে সে ধন্য হইত, আজ বালকবয়সে মাতার ইচ্ছায় সেই পরিণামে কি তার জীবন ধন্য হইবে না ?--আপনার ক্ষুদ্র জীবন-বিনিময়ে রাণার বংশ সে আজ পৃথিবীতে অক্ষয় করিতেছে, ইহা অপেক্ষা তার জীবনের আর সার্থকতা, আর গৌরব কি হইতে পারে ? যাও বারি, আর বিলম্ব করিও না। বনবীর হয় তো এখনই আসিয়া পড়িবে। এখনই উদয়কে লইয়া তুমি চলিয়া যাও।” বারি পান্নাকে প্রণাম করিয়া কহিল,-“ধাইমা, তোমাকে রাক্ষসী বলিয়াছি, তুমি মানবীও নও, দেবী।” এই বন্ধিয়া বারি ত্বরিতে ফলের বুড়ী লইয়া আসিল। পান্না উদয়কে তুলিয়া তার মধ্যে রাখিয়া ফল-পাত-লতা দিয়া বুড়ীটি ডাকিয়া দিলেন। বারি বুড়ী লইয়া চলিয়া গেল। পান্না উদয়ের কাপড় চোপড় সাবধানে ঘুমন্ত চন্দনকে পরাইয়া তাহাকে ঢাকিয়া রাখিলেন । মুহূর্ত্ত মধ্যে উন্মুক্ত ছুরিক হস্তে বনবীর আসিয়া উপস্থিত হইল। ভীমকণ্ঠে বামবীর জিজ্ঞাসিল,-“ধাই, উদয় কোথুীয় ?” পান্না কথা কহিতে পারিলেন না । আঙ্গুল দিয়া চন্দনকে দেখাইয়া দিলেন। "বনবীর তৎক্ষণাৎ ছুরিকাঘাতে চন্দনের বক্ষ বিদীর্ণ করিল। যাতনায় চন্দন “মা”। বলিয়া চীৎকার করিয়া প্রাণত্যাগ করিল। নিশ্চল দেবী প্রতিমার ন্যায় দাড়াইয়া পান্না সব দেখিলেন ।