পাতা:ইতিহাস-সার.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । २० ¢ দশম প্রকরণ—ইংরাজদিগের আগমন । ষোড়শ শতাব্দীর পুর্ব্বে ভারতবর্ষে ইংরাজদিগের আগমন হয় নাই । ১৬০০ অব্দে ইংলণ্ডেশ্বরী এলিজিৰেথ কতকগুলি মহাজনকে ইষ্টইণ্ডিয়া কোম্পানি নাম দিয়া এই দেশে বাণিজ্য করিবার অনুমতি দেন, ইহার এই দেশে আসিয়া প্রথমতঃ সৌরাষ্ট্রে কার্ষ্যারস্তু করেন । তৎকালে জাহাঙ্গীর দিল্লীর সম্রাট । কিছুকাল পরে তাহার কাম্বে আহম্মদ নগর মন্দ্রাজ প্রভৃতি আর২ স্থানে কুটি করিলেন । ১৬৩৪ অব্দে, সাহজাহান বাদসহি তাহাদিগকে সনন্দ দিলেন তাহার। বঙ্গদেশে বাণিজ্য করিবেন । ঐ সনন্দ পাইয় তাহারা বালেশ্বরের সন্নিধ্য পিপলীতে এক কুর্ট করিলেন, তাহার কিছুকাল পরে হুগলীতে আর এক কুটী বানাইলেন । প্রথম প্রথম এই সকল কুটীতে কেবল কতকগুলা গুদাম ও আর আর সামান্য ঘর থাকিত, গুদামে দ্রব্যাদি রাখা যাইত, আর আর ঘরে কুটীয়ালের থাকিয় কর্ম্মকার্য্য করিড়েন । কিন্তু তৎকালে দেশ নিঃশঙ্ক হয় নাই, মধ্যে মধ্যে যুদ্ধাদি উপস্থিত হইলে কুর্ট লুঠ হইত, অতএব মহাজনের ক্রমে পোক্তাম্বর বানাই। তাছার চতুৰ্দ্ধিকে প্রাচীর দিয়া তন্মধ্যে লন্য >br