পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

yNు

  • și t

প্রেম-অনুরাগী নাম বিখ্যাত নগরে। সত্তত সীতার দেয় সজ্জন-সাগরে ৷ নয়ননীরজে তার মাধুর্য্যের বাসা । মামস সে রস-পানে সদা করে অাশা ৷ না ভাঙ্গে পিপাসা তার সদা বলে থাই। মধুর বন্ধুত্ব গুণে বলি হারি যাই । যাহায় অন্তর শাদা জিনিয়া জীবন । 'সকলে সমান ভাব সদা শুদ্ধ মন । হৃদয়ে শোভয়ে যার দয়া-হেম-হার। পর-দুঃখে অশ্রু মুক্ত চক্ষে অনিবার। পরের সুখেতে যার মুণী হয় মন । তাহারে মিলয়ে এই বান্ধব-রতন ॥ অন্তবে অনিন্দ যেন নন্দের বাধাই। মধুর বন্ধুত্বগুণে বলি হারি যাই ॥ ভারতমাতার দুরবস্থা । ভারতের দশা হেরি বিদরে হৃদয় । জননী-দুর্ভাগে যথা তাপিত তনয় ॥ মনে হলে প্রাচীন মুখের সুসময়। অসস্তব বলি কভু প্রত্যয় না হয় ॥ রিপুরূপে বিজাতীয় রাজা রাহু আসি । মুখরূপ শশধরে আহারিল গ্রাসি ৷ বেদরাপ সুধাভtণ্ড লয় হলো ক্রমে । মানুষ মানসফল মোহ আর ভ্রমে n ললিত মালতী লতা ভারতের ভাষা । কটুতা-কীটের যাহে নিতি মিলে বাসা ॥ কবিতা-কুসুম-কলি ফুটেছিল কত। সাহিত্য-স্বরূপ মধু পূর্ণ অবিরত। অলঙ্কার পত্রপুঞ্জ ললিত্য পরাগ। বর্ণরূপ বর্ণ তার সুবিচিত্র রাগ ৷ শাস্ত্ররূপ ফল এক ধরেছিল তায় । ভক্ষণেতে চতুৰ্ব্বৰ্গ ফল যাহে পায়। বেদবিধি রসভার অপরূপ তান । ক্ষুধা তৃষ্ণ হত তার যেই করে পান। J תי, * * * *, 7, 1 * ~ . .

  1. - - .الي *

م অগ্নিহোত্র আদি নিত্য-নৈমিত্তিক ক্রিয় , কোথা ক্ষুধা ৰোধ তৃষ্ণ, এ সব আশ্রয় , বিজ্ঞান-স্বরূপ বীজ ছিল সেই ফলে। . . অসংখ্য-লতিকা যাহে জন্মিত বিরলে। এমন মুখের লতা আশ্রয় বিহনে। দিন দিন স্রিষ্টমাণ দুঃখের কামনে ॥ হায় হায় সত্যাশ্রমী মনুষ্য কোথায় ? অসত্য হইল সত্য মিথ্যর প্রভায় ॥ অৰিদ্যায় অবসয় মানবের ག། l অবিবেকী অবিনয়ী . || প্রসরতা প্রবাহ প্রণয় সাধুনি। প্রবোধ-প্রভব কভু নাহি হয় মনে। প্রদীপের দীপ্তিরূপ প্রপঞ্চ আমোদে ! মুগ্ধ মন-মধুকর, প্রমাদ-প্রমোদে। প্ৰদ্যুম্ন প্রবল অতি প্রসক্তি প্রসঙ্গ । প্রশ্ৰয় পাইয়া সাদগ্ধ করে অঙ্গ। রাগে অনুরাগ হত রোষাল রসনা । নয়নে নয়ন করে আগুনের কণী ॥ গরল-মিশ্রিত তাহে মুখের ৰচন। ক্ষমা শান্তি আদি হয় যাহাতে নিধন । কটাক্ষের শরে করে সকলে অস্থির। " প্রচণ্ড সমীর যেন সরোবর-নীর। লেলিত হয়েছে পুন লোভন্ধপ'ফাস। পরায় মনের-গলে বাসনা-বাতাস ৷ পরদার পরধন হরণে ব্যাকুল। বিহ্বল লালসা মদে সদা স্থলে ভুল। মোহ-মেঘ করে আছে বিবেক আচ্ছন্ন। চেতন-চন্ত্রিম যাহে গুপ্ত প্রতিপন্ন ॥ দারামুত সহ সমাবেশ সৰ্ব্বক্ষণ । চিত্তের কমলে মায়া হয় সঞ্চারণ ॥ মদেতে প্রমত্ত মন বিপদ ঘটায়। পরের সম্পদে সদা কাতর করায় । ঈর্ষ হিংসা ছেয় মঙ্গে পূর্ণ এই দেশ + . সকলে সমান নাই ইতর বিশেষ।