পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী { を> ভিক্ষা-বৃত্তি ছাড়ে যদি ব্রাহ্মণ কাঙ্গাল । , পটুয়ার লেখে কত হাত মুখ পঙ্গ। " স্বভাবেতে সৎ হয় বদ্যপি * * * ॥ ধনেতে লোভীর লোভ যদি নাহি ੋਂ । পপরাজ্যহর-লোভ রাজা যদি ছাড়ে ॥ মলচক্র বাঙ্গালীরা দি ছাড়ে দল। . কখনই থল তবু হবে না সরল ৷ নিশা যদি দিব হয় দিব হয় নিশা । সুবৰ্ণ সুবর্ণসম যদি হয় সীস ॥ সুমেরু যদ্যপি উড়ে যায়ুর ব্যজনে । সিন্ধু যদি শুষ্ক হয় কীটের শোষণে ॥ রবি শণী খসি যদি যায় রসাতল । কখনই খল তবু হয়ে না সরল ৷ লবণ-জলধি যদি স্বধাজল ধরে । লিম্ব যদি মধুময় ফলদান করে । ছাতারিয়া যদি শিথে যযুরের নাচ । কষিত কনককান্তি যদি হরে কাচ ॥ করী ফুদি হরি বধে শু ড়ে করি বল । কখনই খল তবু হবে না সরল ॥ চিত্রকর ও কবি । চিত্রকর চিত্র করে কবে তুলি তুলি। কবি সহ তাহার তুলনা কিসে ভুগি । চিত্রকর দেখে যত বাহ অবয়ব । তুলিতে তুলিয়া রঙ্গ লেখে সেই সব ? ফলে বিচিত্র চিত্র চিত্র অপরূপ। কিন্তু তাহে নাহি দেখি প্রকৃতির রূপ ৷ চারু বিশ্ব কুরি দৃপ্ত চিত্রকর কবি। স্বভাবের পটে লেখে স্বভাবের ছবি । কিবা দৃশু কি অদৃপ্ত সকলি প্রকট । অলিখিত কিছু নাই কুরি নিকট। ভাব চিন্তা প্রেমরস আনি বহুতর। সমুদয় চিত্র করে কবি চিত্রকর । পটুয়ার চিত্র ক্রমে রূপান্তর হয়। কবি চিত্র বিচিত্র বিশের না। কবি-চিত্রকর লেখে শুধুমাত্র পদ । পদে পদে লেই পদে রয় হাত মুখ । বিলোকনে বিয়োগীর দুর ছয় দুখ। কবির বর্ণনে দেখি ঈশ্বরীয় লীলা । ভাবনীরে মগ্ন করি দ্রব হয় শিলা । তুল্যরূপে দৃষ্ট হয় ধন আর বন । ভাবরসে মুগ্ধ করে ভাবুকের মন ॥ রসিকজনের আর নাহি থাকে ক্ষুধা । প্রতিপদে বর্ণে বর্ণে বর্ণে যায় সুধা ॥ জগতের মনোহর ধন্ত ভাই কবি । ইচ্ছা হয় হৃদিপটে লিখি তোর ছবি । বৃদ্ধস্ত তরুণী ভাৰ্য্যা । যেমন শীতল দেশে চt:দর কিরণে । কোনমতে সুখলাভ নাহি হয় মনে ॥ উষ্ণদেশে যে প্রকার প্রভাকর কর । কোনমতে মনের না হয় সুখকর | সে প্রকার ঘরে ঘরে যতেক যুবতী । কোনমতে তুষ্ট নয় পেয়ে বৃদ্ধপতি । চুলপাকা দাতপড়া দেখে বুড়া ধব। তরুণীর মনে নাহি জাগে মনোভব । ঘৃণা করি ত্যাগ করে ঔষধের প্রায় । বাপ বাপ বলে তার নিকটে না যায়। ধন আর প্রাণ লোভে সকলেই বড়। বৃদ্ধেব যুবতী দারা প্রাণ হতে বড় ॥ কাছে কাছে রাথে সদা পেতে অথিজাল । ক্ষণমাত্র নাহি করে চখের আড়াল। প্রাচীন কুকুর যথা পেলে পরে চড়ে । রসনার স্বাদ লয় নেড়ে নেড়ে ঘড়ি ॥ প্রাচীনের সে প্রকার রমণী যুবতী । শুধুমাত্র সার হয় মুখের ভারতী । কথা কয়ে হেসে খেলে যা করিতে পারে । নাহি ভোগ সিছে যোগ বেণু লি ভাবে ;