পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ । 8> ৮৩ সংছবি ৮৪ সংছবি উদ্ধাংশ লম্বিত হইয়াছে (৮৪ সংছবি ) । এইরূপেষ্ট বীজকোষের সৃষ্টি হয় । উক্ত অনুমিত পাতার ঘরটি ডিম্বকোষাধার, লম্বিত মধ্যশিরা শৃঙ্গ ও তাহার অগ্রভাগ শৃঙ্গদ্বার। যে পত্র স্বাভাবিক উপায়ে এইরূপে বিকৃত হইয়া বীজকোষ স্বজন করে তাহাকে বীজপত্র বলে। ডিম্বকোষগুলি সংযুক্তবীজপত্রফলক-- প্রান্তরেখায় ভিতর দিকে সজ্জিত থাকে (অ, ৮৪ সংছবি ) । এই প্রকারের একমাত্র বীজপত্র-সস্তুত বীজকোষের সরল উদাহরণ, কড়াই মুটি (৮৫ সংছবি)। এই বীজকোষ এক বা একাধিক বীজপত্র সস্তৃত হইতে পারে। একমাত্র > I footo-Carpel. * I Tourosetscasts—Along the ventral suture of the carpellary leaf. 8