পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অতীত কালের সন্তান । 8。 কাৰ্য্যেকে সমাপ্ত করিতে প্রবৃত্ত হইবে, সহস্ৰ লোক ভবিষ্যতে তাহাকে ধন্যবাদ করিবে। তার জীবনরূপ ক্ষুদ্র প্রদীপ নিবিয়া গেলে পরবংশীয় লোকে তাহার কার্য্যভার লইয়া তাহাকে পূৰ্ব্ব পুরুষ বলিয়া মানিবে। ইহা দ্বারা হয় কি ? না, সমুদয় মানববংশ এক বংশ হয়, এক পরিবার হয়। জাতিভেদ থাকে না, ভূত বৰ্ত্তমানে বিরোধ থাকে না। কেবলই সমন্বয় হয়, শান্তি হয়, আর অতুল সম্পত্তি মনুষ্য পায়। মহাত্মাদিগের সম্পত্তি কি সাধারণ ? পিতৃ-দত্ত ধন লইতে গেলে তাহ রক্ষা করিতে হয়, তাহার দায়িত্ব লইতে হয়। দয়াময় পিতা আশীৰ্ব্বাদ করুন, যেন ভাবিতে পারি, অসমাপ্ত কাৰ্য্যকে সমাপ্ত কাৰ্য্য, অসমাপ্ত ভাবকে সমাপ্ত ভাব, অসমাপ্ত বিধিকে সমাপ্ত বিধি করিতেই আমরা জন্ম গ্রহণ করিয়াছি। যখন ইহা ভাবা যায়, তখন বৰ্ত্তমান জীবনকে সর্ষপ কণার ন্যায় বোধ হয়। ভবিষ্যৎ বর্তমানের ন্যায় হয়। পূর্বকাল মনে হইলে পরকাল মনে হয়। অবশেষে ভবিষ্যৎ বিলুপ্ত হইয়া যায়, অনন্তকালের ভাব অনন্ত ঈশ্বরের নিকট সমস্ত বিলীন হয়। এইরূপে আমরা ভূতকালের সঙ্গে যোগ লাভ করি, ভবিষ্যৎ জীবনের সংবাদ পাই, সকলের সঙ্গে একাত্ম হইয়া অখণ্ড ঈশ্বরের মঙ্গলময় পদাশ্রয় লাভ করিতে সমর্থ হই ।