পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nყა উপদেশ । থাকিও না। কিছু দান কর। নিজ পরিবারে দান কর, অনেক পরিবার প্রাণে প্রাণে মিলিত হইয়া পরস্পরকে ধৰ্ম্মদান কর, সকলে মিলিয়া এমন একটি সমাজ স্থাপন কর যাহা ধৰ্ম্মে ও পুণ্যে পরিশোভিত ও পরিপূর্ণ হইবে । & আর শেষ কথা এই—ভক্তি ভিন্ন ধৰ্ম্ম হয় না, অনুরাগ ভিন্ন । উপাসনা হয় না, প্রেম ভিন্ন পরিবার হয় না, আত্মনিগ্রহ ও কঠোর সাধন ভিন্ন ঈশ্বর লাভ হয় না । এই সকলের অভাবে জীবন ও মণ্ডলী সকলই মিথ্যা । অতএব হে ভগিনীগণ, হে মাতৃগণ, আমাকে তোমাদের সন্তান জানিয়া অনুগ্রহপূর্বক আমার এই কথা শুন । এই সামান্ত একটু ধৰ্ম্ম তোমাদের হইয়াছে বলিয়া নিশ্চিন্ত থাকিও না । জান না কি, এ দেশের কন্যাগণ ধৰ্ম্মের জন্য কত কঠোর ব্রত পালন করেন, কত অসহ কষ্ট সহ করিয়া তীর্থ পৰ্য্যটন ও সাধুসেবা করেন। কঠোর সাধন ভিন্ন ধৰ্ম্ম সতেজ হয় না। আর কি বলিব ? এতক্ষণ যাহা শুনিলে, আপনাপন জীবন তেমনি প্রস্তুত কর। একদিন এমন ছিল, যখন তোমরা এই ধৰ্ম্মের শিক্ষাতে অপরিমিত উৎসাহ পাইয়াছিলে । আজ । তোমরাও আছে, আমিও আছি । একজন নাই। যাহার একান্ত শুভ কামনাতে তোমাদের এত উন্নতি ও উপকার, আজ তাহাকে দেখিতে পাইতেছ না । যিনি নাই তাহার নাম আর বলিতে হইবে না, যিনি তোমাদিগকে ধৰ্ম্ম ও পুণ্যে শোভিত করিতে, তোমাদের ললাটদেশ পবিত্রতার সিন্দুর ও চন্দনে চর্চিত করিতে একান্ত আগ্ৰহান্বিত ছিলেন, আমি তাহার জীবনালোকে আচ্ছন্ন থাকিয়া তোমাদের সেবা করিয়াছি, এখনও করিতেছি । আর তোমাদিগকে কত বলিব ? এই ব্রাহ্মসমাজের ইতিহাস অধ্যয়ন কর, পরমেশ্বরের করুণাপূর্ণ আশীৰ্ব্বাদ স্বীকার