পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ ৬ উপদেশ নিস্তার নাই। অতএব সংসারে থাকিয়াই পাপাসক্তি ত্যাগ । ও ইন্দ্রিয়দিগকে বশীভূত করিতে হইবে, যতই তাহাদের বিরুদ্ধে সংগ্রাম হয়, ততই আত্মার বল বাড়ে ঈশ্বরে নিষ্ঠ ও নির্ভর হয়। পলায়ন করা ভীরুতা ও তুৰ্ব্বলতা, ঈশ্বরে অবিশ্বাস । সংগ্রামে বিমুখ, পলায়িত সেনার বলবীৰ্য্য প্রভুভক্তি আছে, কে বলিবে ? পরমেশ্বর আমাদিগকে শক্তি-সামর্থ্য-অস্ত্ৰ-শস্ত্র-বিহীন করিয়া সংসারে প্রেরণ করেন নাই, একাকী এখানে রাখিয়া দূরে চলিয়া যান নাই, ভয় কিসের ? - মনুষ্যের আত্মা, মন, শরীরের বৃত্তিসকল সংসারের উপযোগী, সংসার পরিত্যাগ করিয়া নির্জন অরণ্যবাসী হইলে সেই সকল বৃত্তি একেবারে অকৰ্ম্মণ্য হয়। নির্জনে থাকিলে ভক্তির পাত্রদিগকে ভক্তি শ্রদ্ধা করার ব্যাঘাত হয়, দয়ার পাত্রে দয়া, প্রীতির পাত্রে প্রীতি, মেহের পাত্রে স্নেহ হইতে পারে না । এরূপ হইলে পরস্পর সাহায্যের অভাবে পৃথিবী ভয়ানক দুঃখের আলয় হইয়া উঠে। তাহাতে মনুষ্যবংশের লোপ হয়, সংসার অরণ্যে পরিণত হয় । ঈশ্বর শারীরিক মানসিক কোন বৃত্তিই নিরর্থক দেন নাই । সমুদায় বৃত্তিকে উপযুক্তমতে চালনা করিবে, সংসারে থাকিয়া সমুদায় কাৰ্য্য র্তাহার উদ্দেশ্যে করিবে এই তাহার ইচ্ছা ও আদেশ । শাস্ত্রে আছে, “ব্রহ্মনিষ্ঠে গৃহস্থঃস্যাৎ, তত্ত্বজ্ঞানপরায়ণঃ ।