পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミレr o উপদেশ জগতের প্রত্যেক পদার্থ প্রত্যেক ব্যাপার তোমারই অনন্ত জ্ঞানের পরিচয় দিতেছে, তুমি অন্তৰ্য্যামী হইয়া আমাদিগের অন্তর দেখিতেছ, তুই একটি সাধুকাৰ্য্য করিয়া মনুষের নিকটে আমরা সাধু বলিয়া পরিগণিত হইতে পারি, হে ঈশ্বর তোমার নিকটে কোন পাপই কপটতায় ঢাকা থাকে না । তুমি মনের কলঙ্ক দেখ, তোমার ন্যায়দণ্ডে প্রত্যেক পাপীকে শাস্তি পাইতেই হইবে । গোপনে পাপ করিয়া, কুভাব কুচিন্তাকে পোষণ করিয়া কেহই এড়াইতে পারিবে না । তুমি সৰ্ব্বসাক্ষী অন্তৰ্য্যামী । এই প্রকার তাহার মহত্ত্ব, আনন্দ, শান্তি, অমৃতত্ব, দয়া, অদ্বিতীয়ত্ব, পবিত্রতা প্রত্যক্ষরূপে উপলব্ধি করিয়া হৃদয়ের মধ্যে আলোচনা করাই আরাধনা ৷ এই আরাধনাতে অনিৰ্ব্বচনীয় নিৰ্ম্মল আনন্দ হয়, ঈশ্বরকে অন্তরের অন্তররূপে উপলব্ধি করিয়া মন প্রশস্ত ও উন্নত হয়। কৃতজ্ঞতা ; ঈশ্বরের অনন্ত করুণার জন্য উপকার স্বীকার পূর্বক তাহার নিকটে বাধ্য ও বিনীত হওয়াই কৃতজ্ঞতা। আমরা মনুষ্যের নিকটে একটী সামান্ত উপকার পাইয়াও কৃতজ্ঞ হই । কিন্তু ঈশ্বর আমাদিগের এত উপকার করিতেছেন, তজ্জন্ত আমরা দিনান্তেও তাহাকে একবার ভালরূপ স্মরণ করি না । বল সেই অন্ধকারময় মাতৃগর্ভে, সংস্কীর্ণ জরায়ুকোষে কাহার প্রেমহস্ত আমাদের