পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তম দৃশু কি ? & X অযোগীর অন্তঃকরণ ব্রহ্মসত্ত্বায় সংযুক্ত না হয়, তবে যোগ ভক্তি এক জাতীয় স্বার্থপরতা হইয় পড়ে। তাহ। একজনের জন্ত, সকলের জন্ত নহে । আপামর সাধারণের তাহাতে কোন লাভ ক্ষতি নাই। এবং তদ্বারা সম্যক জগতের কোন ধৰ্ম্ম বৃদ্ধিও হয় না । কিন্তু কোন দেশীয় প্রকৃত মহাত্মাজন এই প্রকার স্বার্থপর প্রণালীতে জীবন যাপন করিয়াছেন ? তাহারা পৃথিবীর সেবা চিরকাল করিলেন, এবং তাহাতেই ধন্য হইলেন। ভয়ানক রৌদ্র, শ্রাবণের বর্ষা, মারিভয়ের ভীষণ মূৰ্ত্তি, দুর্ভিক্ষের দৌরাত্ম্য, রাজপুরুষদিগের উৎপীড়ন, কিছুতেই তাহাদিগকে নিবৃত্ত করিতে পারিল না । জগতের হিতের জন্য র্তাহাদের কত অশ্রুপাত, কত প্রার্থনা, কত আত্মত্যাগ, কত পরিশ্রম,—শেষে রক্তপাত ও মৃত্যু । কেবল সাংসারিক স্বার্থ নহে, আধ্যাত্মিক স্বার্থও পরিত্যাগ করিতে শিক্ষা কর । ষদি তাহারা আপন বক্ষের রক্তে জগতের পথকে সিক্ত না করিতেন, তবে কোথায় থাকিত ধৰ্ম্ম, কোথায় থাকিত নীতি, কোথায় থাকিত পূজা, নিষ্ঠা ও সাধন ? যদি গলগথার শ্মশানে ঈশ্বরনন্দন ঈশ শূলে বিদ্ধ হইয়া প্রাণত্যাগ না করিতেন, এবং তাহার দৃষ্টান্ত যদি জগতে মঙ্গলময় ঈশ্বরের ইচ্ছা প্রচার না করিত, তবে সংসারের এই শূলযন্ত্রণা কে বহন করিতে পারিত