পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\S:)ხp- উপদেশ কে জানিত যে রাজা রামমোহন রায় এই সামান্ত বঙ্গে জন্মগ্রহণ করিয়া সমস্ত ভারত, ইংলণ্ড, আমেরিকাতে অতুল কীৰ্ত্তি স্থাপন করিবেন ? ব্রাহ্মসমাজের সংস্থাপন কালে মহর্ষি দেবেন্দ্রনাথ কোথায় ছিলেন ? ভাবোচ্ছ,াস ও জ্ঞানালোক পূর্ণ ধৰ্ম্মব্যাখ্যা করিয়া যে তিনি আমাদের আত্মাতে প্রাণ সঞ্চার করিলেন বহু অর্থ ব্যয় করিয়া, বহু শ্রম স্বীকার করিয়া যে “ব্রাহ্মসমাজের মত ও বিশ্বাস” স্থাপন করিলেন ; ব্রহ্মোপাসনা প্রণালী স্থিরীকৃত করিলেন, গৃহধৰ্ম্মানুষ্ঠানের আরম্ভ করিলেন, কিন্তু আদি সমাজের আদিতে তিনি কোথায় ছিলেন ? প্রোজ্জল মূৰ্ত্তি, অতুল প্রতিভাসম্পন্ন ব্রহ্মানন্দ কেশবচন্দ্র তুমি কোথায় ছিলে ? নববিধানের মহাসমন্বয় বীজ বক্ষে নিহিত করিয়া কোন স্থানে লুক্কাইত ছিলে ? তোমার গৌরব এখনও অনেকে বোঝে নাই । তোমার আসার সঙ্গে শত শত বিশ্বাসী প্রাণের বীণা এখনও একত্রে বাজে নাই । ভবিষ্যতে নিশ্চয়ই বাজিবে । - পয়ষট্টি বৎসর পূৰ্ব্বে প্রথম ১১ই মাঘে বঙ্গদেশের অদৃঢ় ভূমি মধ্যে নূতন ধৰ্ম্মবিধানের মূল নিখাত হইয়াছিল আজ তাহার এত পরাক্রম ? ভূমির গুণে নয়, কেবল মূলের গুণে ইহা বৰ্দ্ধিত হইয়াছে । ইহাতে কত আচাৰ্য্য,