পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bro উপদেশ হয় না । অনন্তের আয়তন দেখিয়া পার্থিব তর্ক সমাপ্ত হইল, তোমার মহিমার ভারে পেষিত হইয়৷ জ্ঞান ধ্যান ব্যর্থ হইয়া গেল, যাহারা প্রখর বুদ্ধি তাহারা সরিয়া দাড়াইল ; কিন্তু যাহারা দীন অভাগা, আৰ্ত্ত তাহারাৈেকাথায় যাইবে ? তাহারা তোমার দ্বারে আঘাত করিতেছে । তাহারা তোমার করুণার দোহাই দিতেছে । জ্ঞানী ধ্যানী আপনাদের চিন্তায় নিরত ; অসহায় যাহারা তাহারা তোমার সহায় পাইবে বলিয়া প্রতীক্ষা করিতেছে । এমন শাস্ত্র কি আছে, এমন দেশ কোথায় আছে, যে তোমার প্রেমের কথা না বলে ? উত্তপ্ত বালুকাতে নগ্ন শরীরে বসিয়া বন্দী কাফ্রি আকাশের পানে তাকাইয়া তোমাকে না জানিয়াও তোমার দয়া প্রার্থনা করিতেছে । নিদারুণ শীতে পশুচৰ্ম্ম পরিধান করিয়া এস্কিমো বরফক্ষেত্রে রক্ষা পাইবার জন্ত হে দয়াময় তোমাকে ডাকিতেছে । সকল অসভ্য ববর্বর জাতি বিপদের সময় তোমার কাছে প্রার্থনা করিতেছে । জ্ঞানী সভ্যেরা উৎকৃষ্ট আসনে, উৎকৃষ্ট বসনে ; উৎকৃষ্ট ব্যবস্থায় মৰ্ম্মর নিৰ্ম্মিত মন্দিরে পিত পিতা বলিয়, তোমাকে আরাধনা করিতেছে । আর যাহাদের মন্দির নাই, ঘর নাই, মণ্ডলী নাই, — আকাশ যাহাঁদের মন্দির, প্রান্তর আসন, সৰ্ব্বজন যাহাদের মণ্ডলী,