পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ উপদেশ। - বাহিরেও র্তাহার গুণ ও মহিমা প্রকাশ পাইতে লাগিল। এখান হইতে, ওখান হইতে, এই পল্লী হইতে, ঐ পল্লী হইতে শত শত লোক ব্রাহ্মধৰ্ম্মের কথা শুনিবার জন্ত আসিতে লাগিল। তাহারা বলে, “আমাদের দেশের ধৰ্ম্ম শুষ্ক হইয়া গিয়াছে ; আমাদের ধৰ্ম্মযাজকের অত্যাচার করে। হে ব্রাহ্ম! ব্রাহ্মসমাজের কথা আমাদিগকে বল। আমরা ঈশ্বরের নিকট যাইতে পারি না, আমরা এত বৎসর বাহিরে দাড়াইয়া চীৎকার করিতেছি । তোমরা কি প্রণালী দ্বারা ঈশ্বরের কাছে উপস্থিত হইয়া মনোহর প্রার্থনা কর, কোন কথা বলিলে ঈশ্বরের দ্বার খুলিয়া যায়, আমা, দিগকে এ সকল কথা বল।” তোমরা যাহা আমাকে শিখাইয়াছিলে, তাহাই আমি তাহাদিগকে বলিলাম। আমাদের প্রাণনাথের কত দয়া, আমাদের ঈশ্বরের উপাসনা-প্রণালী কিরূপ, আত্মার সঙ্গে তাহার সম্বন্ধ কি, এ সমুদয় উচ্চ বিষয়ে তোমরা আমাকে যে সকল শিক্ষা দিয়াছিলে, আমি তাহাদিগকে আমার ক্ষমতানুসারে তাহাই বলিতাম। আজ যদি এক শত জন শুনিতে আসিত, কাল চারি শত, এইরূপে ক্রমে ক্রমে শত সহস্ৰ লোক ব্রাহ্মধৰ্ম্মের কথা শুনিতে আসিত। আমাদের ব্রাহ্মসমাজের সঙ্গে সেই বিদেশীয় লোকদিগের গভীর সহানুভূতি দেখিয়া কৃতার্থ হইলাম। আমি কিরূপে কাৰ্য্য করিতে লাগিলাম, বুঝিতে পারিলাম না। ঈশ্বরের ভৃত্য, ঈশ্বরের কার্য্য করিতে নিযুক্ত হইল। উচ্চপদস্থ ব্যক্তি নিম্নপদস্থ ব্যক্তিদিগের সঙ্গে সম্মিলিত হইল। ধনের অহঙ্কার, বিদ্যার অহঙ্কার চূর্ণ হইল। আমার কথায় তাহদের কত উপকার হইল বলিতে পারি না ; কিন্তু তাহাতে আমার বিশেষ উপকার হইয়াছে। যখন তাহারা ব্রাহ্মসমাজের দেবতার গুণের পরিচয় পাইল, তাহারা বলিল, এই ব্রাহ্মসমাজের প্রাণ ক্রমে ক্রমে বলিষ্ঠ হইবে। ফলতঃ যখন ব্রাহ্মধৰ্ম্মের