পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 2. o উপদেশ ধৰ্ম্মের ভাবে হৃদয় সিক্ত হয়, আর্দ্র হয়, আরও উচ্চ চিন্তার জন্য প্রস্তুত হয়, সম্পূর্ণরূপে সারবান হইয়া নানা প্রকার পরমার্থ উৎপাদন করিতে সক্ষম হয় । ইহাতে উচ্চ জীবনের আরম্ভ হয়, দৃষ্টি পরিষ্কার হয়, আধাত্মিক রহস্য মনকে পূর্ণ করে, ভাবাবেশ হইলে কি না হয় } হৃদয়ের ধৰ্ম্মভাব ভক্তির উচ্ছাসে প্রমুক্ত হইলে তাহাকে মহাভাব বলা হইয়া থাকে। ইহা দ্বারা আশ্চৰ্য্য ব্যাপার সংগঠিত হয়, বড় বড় তুরাচারীর জীবন পরি— বৰ্ত্তিত হইয়া থাকে, কত রাজা ফকির হয়, কত জাতির ইতিহাস পরিবৰ্ত্তিত হইয় থাকে । কিন্তু এইরূপ অবস্থা সৰ্ব্বদা ঘটে না । উৎসবের সময় কথঞ্চিত দেখা যায়, । শোকে, রোগে ও নির্যাতনের সময় কখন কখন ঘটিয়া থাকে । কিন্তু যখনি এরূপ ঘটে, ইহাকে জীবনে স্থায়ী করিতে চেষ্টা করা কৰ্ত্তব্য । যেমন বৈশাখে কোন দিন বাতাস শীতল হইল, কোন দিন মেঘ হইল, কোন দিন জল হইল, যদি ত্রিশ দিনের মধ্যে পাঁচ দিন বৃষ্টি হইল সেই কয়দিন কৃষকের আনন্দ ; কারণ পাচ দিনের জলে হয়ত সমস্ত বৎসরের শস্য রোপিত হইয়া থাকে । তেমনই অন্তরে কখন কখন ভক্তির উচ্ছাস হইলে তদবসরে আমরা চিরজীবনের সম্বল সংগ্ৰহ করিয়া লইতে পারি । কিন্তু