পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মচিন্তা, ধৰ্ম্মমত, ধৰ্ম্মভাব, ধৰ্ম্মচরিত্র Տ Ջ (t সহস্র উপকার, আদর, যত্ন, মিষ্টত উৎপন্ন হয়, ভগবানের সঙ্গে সম্বন্ধও তেমনি নিত্য দশসহস্ৰ বিঘ্ন সত্বেও তাহ বিনষ্ট হইবার নহে । যখনি প্রেমময়ের নাম করিবে, অমনি হৃদয় অকুল-সাগরে প্রবল তুফান উঠিবে, ভক্তির প্রবাহে তুমি আপনি ভাসিবে, জগৎসংসার ভাসিবে, যাহার চক্ষু আছে সে দেখিবে, যাহার কর্ণ আছে সে শ্রবণ করিবে, যদি এবংশ দেখিতে না পায় পরবংশ দেখিবে, যদি বৰ্ত্তমান দেখিতে না পায়, ভবিষ্যৎ দেখিবে । তুমি ব্রহ্মসন্তান তোমার ভিতর, পাপ থাকিতে পারিবেন । আগুন, জল, স্বৰ্গ, নরক কি কখনও একত্র থাকিতে পারে ? : তোমার জীবনব্যাপী ব্ৰহ্মাগ্নি নিয়ত ধুধু করিয়া জলিতেছে, তুমি নিত্য শুদ্ধ অপাপবিদ্ধ পুরুষের সংস্পর্শে দিন দিন শুদ্ধ অপাপবিদ্ধ হইবে । পরিত্রাতা তোমাদিগকে আশীৰ্ব্বাদ করুন । হে চিন্তামণি, ভাবময় ! কেবল কি হৃদয় মধ্যে তোমার ভাবনার মেঘের মত আসিবে আর যাইবে, স্থায়ী হইবেন ? তোমাকে ভাবিয়া অন্তরে ভক্তির বর্ষা হউক, ব্রহ্মজ্যোতি ! তোমাকে আলিঙ্গন করিয়া চিদালোকে চরিত্র নিষ্কলঙ্ক হউক। কি হইবে মৌখিক প্রার্থনায়, যদি তোমার সঙ্গে নিত্য প্রেমের সম্বন্ধ না স্থাপন হইল ? তোমার “হরিনাম” চিরদিন মিষ্ট লাগিবে কেন, যদি তোমাকে ভক্তিরজুতে