পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ উপদেশ । মাঙ্গলিক কাৰ্য অনুষ্ঠান করিয়া গৃহস্থের অনিষ্ট নিবারণ করা । নিজীব অনুষ্ঠানাদির দ্বারা পৃথিবীর অমঙ্গল হইতেছে। কপট হোম, তপ, দান ও উপবাসাদি দ্বারা জগতের তুর্দশা হইয়াছে। এই জন্য মঙ্গলময় ঈশ্বর যথাসময়ে ব্রাহ্মধৰ্ম্মকে প্রেরণ করিলেন। ব্রাহ্মধৰ্ম্ম যে গৃহের ধৰ্ম্ম হইবে, সেই গৃহে সকল প্রকার মঙ্গলানুষ্ঠান হইবে। কিন্তু জিজ্ঞাস্ত এই, র্যাহার এই ব্ৰাহ্মধৰ্ম্মের পুরোহিত, তাহাদিগের নিজের গৃহে বিবাদ কলহ প্রহারাদি চলে কি না ? পুরোহিতের নিজের গৃহে শান্তি সংস্থাপিত হইয়াছে কি না ? ঈশ্বর দেখিলেন, পৃথিবীতে ঘোরতর অশান্তি এবং বিবাদের অনল জলিতেছে । জাতিতে জাতিতে সংগ্রাম, তীক্ষ অসি এবং অন্যান্য অস্ত্র দ্বার একদল মনুষ্য অন্ত দলকে যমালয়ে পাঠাইতেছে। আপনার ভ্রাতার রক্ত পান করিয়া মনুষ্য উন্মত্ত। মনুষ্যজাতি ছলে বলে এবং নানা মতে পরস্পরের সর্বনাশে নিযুক্ত হইয়াছে। তাহাদিগের অত্যাচার এবং যুদ্ধ বিগ্রহে সহস্ৰ সহস্ৰ নারী বিধবা এবং সহস্ৰ সহস্র শিশু অনাথ হইতেছে। এ সকল ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্যে কপট পুরোহিত স্বার্থসাধনের জন্য মন্ত্রপাঠ করিতেছেন। ভয়ানক অকল্যাণের জলপ্লাবনে পৃথিবী রসাতল যায়। ঈশ্বর জীবের এ সকল দুঃখে আহত হইয়া বলিলেন,–“ব্ৰাহ্মধৰ্ম্ম, তুমি পৃথিবীতে যাও, তুমি আমার ক্ষমাশীল কন্যা, তুমি গিয়া অশান্ত পৃথিবীতে শান্তি এবং ক্ষম শিক্ষা দাও । তোমার চক্ষু হইতে পবিত্রতার জ্যোৎস্না এবং প্রেম শান্তি নির্গত হউক! পৃথিবীর যে সকল স্থানে অমঙ্গল হয়, সে সমুদয় স্থানে গিয়া তুমি কল্যাণের তালপত্র বীজন কর।” ঈশ্বরের আদেশ গ্রহণ করিয়া মাতা ব্ৰাহ্মধৰ্ম্ম পৃথিবীতে আসিলেন। ক্রমশঃ তাহার দুই চারিট সন্তান জন্মিল। তাহাদিগকে বলিলেন,—“সন্তানগণ, পৌরোহিত্য তোমাদিগের জীবনের কার্য্য। সংসারের বিবাদ, অকুশল,