পাতা:কবিতা ও গান.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శి డి ভৈরবী—অাড়া । জনমের মত, সখা, বিদায় দেহ গো মোরে! এই দেখা শেষ দেখা আর দেখা হবে কি ফিরে ? ও মোহন মুখশশী, ঐ মধুময় হাসি, ' ' জন্মশোধ শেষবার দেখেনি হৃদয় ভোরে ! অঙ্কিত যে ও মূরতি হৃদয়ের শিরে শিরে, জীবন মুছিবে তবুও ছবি মুছিবে কি রে! নয়নে দেখি না দেখি তবুও দুরেতে থাকি, . যতনে পূজিব ছবি অভাগীর অশ্রনীরে! তাতেই ভুলিয়া রব, তাতেই প্রাণ সঁপিব, স্মরণের সুখে সুখী রছিব অস্তরে ! કં ཨta། རྫོང་། ཨ་ཨཱ། ། শুকাইতে রেখে এক ফেলিয়ে চলিলে, সখা ! যাও যাও দূর দেশে, মুখে থেকে এই চাই ! যখন আসিবে ফিরে, শুনিও হরষভরে জালাতন করিবারে অভাগিনী বেঁচে নাই । যে সুখ আমোদ আশে মুখানি হরষে তুলে, ” পূর্ণ হোক,সখা, তৃব ফ্লাশ-অভিলাষ সেই ! জন্ম জন্ম সুখে ভাসি হালিও অমস্ত হাসি, এ ছাড়া আর অন্য সাধ'অন্ত কিছু ভিক্ষা নেই!